বর্ষাকাল রচনা ৪র্থ ও ৫ম শ্রেনির ৫০০ শব্দের দেখতে পড়ুন

ভূমিকাঃ

ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। এ দেশে প্রতি দুই মাসে হয় একটি ঋতু । আসার আষাঢ়-শ্রাবন মিলে এই দুই মাসে হয় বর্ষাকাল । এই সময় আকাশ মেঘলা থাকে এবং দিন ও রাতে প্রচুর বৃষ্টি হয়। এই সময় নদ-নদী, খাল বিল পানিতে ফুলেফেপে উঠে। প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বর্ষাকাল রচনা ৪র্থ ও ৫ম শ্রেনির ৫০০ শব্দের । যা তোমাদের অনেক উপকারে আসবে।

প্রকৃতির বর্ণনাঃ

গ্রীস্মের পর আসে বর্ষা । আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। বর্ষার ঋতুতে প্রায় সারাদিন বৃষ্টি হয়, কখনো মুষলধারে বৃষ্টি পড়ে, কখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ে , আবার কখনো  জমজম বৃষ্টি পড়ে। বর্ষা ঋতুতে নদী-নালা খাল বিল পানিতে ভরে যায় । এ সময় প্রকৃতিতে নতুন পানি পেয়ে ব্যাঙ ডাকে, রাস্তাঘাট কাদায় ভরে যায় । বর্ষায় প্রকৃতিতে ফোটে নানা ধরনের ফুল যেমন কদম, কেয়া, শাপলা আর ও নানা ফুল।

বর্ষার উপহার বা উপকারিতাঃ

বর্ষাকালে কৃষি জমি চাষের উপযোগী হয়। চাষিরা আনন্দের সাথে শস্য রোপন করে এবং মাঠে বিভিন্ন প্রকারের ফসল উৎপাদন হয় । নদ নদীতে প্রচুর পরিমাণ মাছ পাওয়া যায় । এই বর্ষায় মাঠের ফসল অনেক সুন্দর হয়। তাই কৃষকরা আনন্দে দিন কাটায় তাদের শষ্য ক্ষেতে অনেক ভালো শষ্য উৎপাদন হয়। তাই এই বর্ষাকাল তাদের জন্য অনেক আশীর্বাদ হয়ে আসে।

বর্ষার বেদনা বা অপকারিতাঃ

এই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে অনেক সময় ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায় । এই বর্ষাকালে অনেক  সবজি কম পাওয়া যায়। এই সময় তাই খাওয়া-দাওয়ার সমস্যা সৃষ্টি হয় । অতিরিক্ত বৃষ্টির ফলে এই সময়ে নিচু এলাকার লোকজনের বাড়িতে অনেক সময় পানি ঢুকে। তখন তাদের জীবন যাপন করতে অনেক কষ্ট সহ্য করতে হয়। এ বর্ষা তাই অনেকের কাছে আনন্দের আবার অনেকের কাছে খুব কষ্টের বেদনা হিসেবে বিবেচিত হয়।

উপসংহারঃ

বর্ষা না হলে আমাদের প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য শস্য ভালোভাবে জন্মাত সাহায্য করে। বর্ষাকাল আমাদের কিছু ক্ষতি করল বেশিরভাগ ক্ষেত্রে উপকার করে থাকে।  কারণ এই বর্ষাকালে বিভিন্ন প্রকার সবজির উৎপাদন এর পাশাপাশি পুকুর খাল বিল নদী নালায় প্রচুর পরিমাণে মাছ উৎপাদন হয়। তাই বর্ষাকাল আমাদের মাঝে দুঃখ কষ্ট যেমন নিয়ে আসে, সেই সাথে আমাদের খাদ্যের উৎপাদন যেমন শস্য উৎপাদন এই বর্ষাকালেই বেশি হয়ে  থাকে। বাংলার খোকা রচনার জন্য এখানে ক্লিক করুন।

আমাদের শেষ কথাঃ

পাঠক আশাকরি বর্ষাকাল রচনা ৪র্থ ও ৫ম শ্রেনির ৫০০ শব্দের পেয়েছেন, আমাদের এই লেখা থেকে। পাঠক আরও সুন্দর সুন্দর লেখার জন্য সব সময় আমাদের এই ব্লগ সাইটি নিয়মিত ভিজিট করুন। বর্ষাকাল রচনা ৪র্থ ও ৫ম শ্রেনির ৫০০ শব্দের দেখতে পড়ুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top