কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

আপনি কি কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি খুঁজছেন? যদি খুঁজে থাকেন তবে আর্টিকেলটি আপনার জন্য অনেক সহায়ক হবে। আর্টিকেলটিতে আপনি কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি, বাংলাদেশি সময় অনুযায়ী পেয়ে যাবেন। এছাড়াও কোপা আমেরিকা সম্পর্কিত ভিন্ন তথ্য জানতে পারবেন।

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচিঃ

২০২৪ কোপা আমেরিকা হবে কোপা আমেরিকার ৪৮তম পর্ব। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন এই চতুর্বার্ষিকী পুরুষদের আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ আয়োজন করে থাকে। এই টুর্নামেন্টটি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এবং কনকাকাফ দ্বারা সহ-সংগঠিত হবে। ২০১৬ সালে শতবর্ষী কোপা আমেরিকা আয়োজনের পর যুক্তরাষ্ট্র দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজক হতে যাচ্ছে। ২০২৪ সালের ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। আর্জেন্টিনা এবারের আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল। কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

কোপা আমেরিকা ২০২৪ আয়োজক দেশঃ

কনমেবলের রোটেশন আদেশের কারণে ২০২৪ কোপা আমেরিকা ইকুয়েডরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। যাইহোক, কনমেবল সভাপতি আলেজান্দ্রো ডোমিনগুয়েজ বলেছিলেন যে ইকুয়েডরকে মনোনীত করা হয়েছিল কিন্তু ২০২২ সালের নভেম্বরে দেশটি টুর্নামেন্টটি আয়োজন করতে অস্বীকৃতি জানায়। পেরু এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই টুর্নামেন্টটি আয়োজনে আগ্রহ প্রকাশ করেছিল। ২৭ শে জানুয়ারী, ২০২৩-এ ঘোষণা করা হয়েছিল যে কনকাকাফ এবং কনমেবলের নতুন কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসাবে, মার্কিন যুক্তরাষ্ট্র ছয়টি কনকাকাফ অতিথি দল ২০২৩–২৪ কনকাকাফ নেশনস লিগ এর মাধ্যমে যোগ্যতা অর্জন করে টুর্নামেন্টটি আয়োজন করবে। টুর্নামেন্টটি ২০২৬ ফিফা বিশ্বকাপ-এর প্রারম্ভিক হিসাবেও কাজ করে, যা মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা এবং মেক্সিকো এর সাথে যৌথ আয়োজক। কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

কোপা আমেরিকা ২০২৪ অংশগ্রহণকারী দলঃ

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি দেখে নেওয়া আগে চলুন জেনে নেই কোন কোন দল এবারের কোপা আমেরিকায় অংশগ্রহণ করবে। ১০ টি দল ২০২৪ সালের কোপা আমেরিকায় অংশগ্রহণ করবে। দলগুলো হলো –

  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. ইকুয়েডর (স্বাগতিক)
  4. উরুগুয়ে
  5. বলিভিয়া
  6. চিলি
  7. কলম্বিয়া
  8. প্যারাগুয়ে
  9. পেরু
  10. ভেনেজুয়েলা

কোপা আমেরিকা ২০২৪ ভেন্যু

টুর্নামেন্টের নাম

পা আমেরিকা ২০২৪

            মোট অংশগ্রহণকারী দল                           ১০টি
                       নিয়ন্ত্রক সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন
                     আয়োজক                    মার্কিন যুক্তরাষ্ট্র
                   টুর্নামেন্ট শুরু                    ১০ জুন, ২০২৪
                 টুর্নামেন্ট শেষ               ১২ জুলাই, ২০২৪
                        মাঠ                      ৬ টি

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচিঃ

১০ জুন, ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার প্রথম আসর এবং ১২ জুলাই, ২০২৪ তারিখে আসরটি সমাপ্তি ঘটবে। গ্রুপ পর্ব, কোয়াটার ফাইনাল, সেমি ফাইননাল ও ফাইনালের ভিত্তিতে সময় সূচিটিকে আলাদা আলাদা করে আপনাদের কাছে উপস্থাপন করা হলো করে। গ্রুপ পর্বের ম্যাচসমূহ – কোপা আমেরিকা ২০২৪ সময় সূচিঃ

ম্যাচ নং তারিখ ম্যাচ সময়
সোমবার, ১০ জুন ব্রাজিল Vs ভেনেজুয়েলা ভোর ৩টা
সোমবার, ১২ জুন কলম্বিয়া Vs একুয়েডর ভোর ৬টা
মঙ্গলবার, ১৪ জুন আর্জেন্টিনা Vs চিলি ভোর ৩টা
মঙ্গলবার, ১৫ জুন প্যারাগুয়ে Vs বলিভিয়া ভোর ৬টা
শুক্রবার, ১৮ জুন কলম্বিয়া Vs ভেনেজুয়েলা ভোর ৩টা
শুক্রবার, ১৮ জুন ব্রাজিল Vs পেরু ভোর ৬টা
শনিবার, ১৯ জুন চিলি Vs বলিভিয়া ভোর ৩টা
শনিবার, ১৯ জুন আর্জেন্টিনা Vs উরুগুয়ে ভোর ৬টা
সোমবার, ২১ জুন ভেনেজুয়েলা Vs একুয়েডর ভোর ৩টা
১০ সোমবার, ২১ জুন কলম্বিয়া Vs পেরু ভোর ৬টা
১১ মঙ্গলবার, ২২ জুন উরুগুয়ে Vs চিলি ভোর ৩টা
১২ মঙ্গলবার, ২২ জুন আর্জেন্টিনা Vs প্যারাগুয়ে ভোর ৬টা
১৩ বৃহস্পতিবার, ২৪ জুন একুয়েডর Vs পেরু ভোর ৩টা
১৪ বৃহস্পতিবার, ২৪ জুন ব্রাজিল Vs কলম্বিয়া ভোর ৬টা
১৫ শুক্রবার, ২৫ জুন বলিভিয়া Vs উরুগুয়ে ভোর ৩টা
১৬ শুক্রবার, ২৫ জুন চিলি Vs প্যারাগুয়ে ভোর ৬টা
১৭ সোমবার, ২৮ জুন ব্রাজিল Vs একুয়েডর ভোর ৩টা
১৮ সোমবার, ২৮ জুন ভেনেজুয়েলা Vs পেরু ভোর ৬টা
১৯ মঙ্গলবার, ২৯ জুন উরুগুয়ে Vs প্যারাগুয়ে ভোর ৩টা
২০ মঙ্গলবার, ২৯ জুন বলিভিয়া Vs আর্জেন্টিনা ভোর ৬টা

কোয়াটার ফাইনাল ম্যাচসমূহ – কোপা আমেরিকা ২০২৪ সময় সূচিঃ গ্রুপ এ ও গ্রুপ বি এর পয়েন্ট টেবিলে থাকা শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল কোয়াটার ফাইনাল খেলার সুযোগ পাবে। কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি : কোয়াটার ফাইনাল ম্যাচসমূহের সময়সূচি –

ম্যাচ নং তারিখ দল সময়
২১ ২ জুলাই শনিবার বি-২ Vs এ-৩ ভোর ৩টা
২২ ২ জুলাই শনিবার বি-১ Vs এ-৪ ভোর ৬টা
২৩ ৪ জুলাই রবিবার এ-২ Vs বি-৩ ভোর ৪টা
২৪ ৪ জুলাই রবিবার এ-১ Vs বি-৪ সকাল ৭টা

সেমিফাইনাল ম্যাচসমূহ – কোপা আমেরিকা ২০২৪ সময় সূচিঃ

কোয়াটার ফাইনালে বিজয়ী চার দল সেমিফাইনালে খেলবে। সেমিফাইনাল ম্যাচের সময়সূচি –

ম্যাচ নং তারিখ দল সময়
২৫ ৬ জুলাই, মঙ্গলবার সেমিফাইনাল ১
২৬ ৭ জুলাই, বুধবার সেমিফাইনাল ২

৩য় ও ৪র্থ স্থান নির্ধারনী ম্যাচ – কোপা আমেরিকা ২০২৪ সময় সূচিঃ

যে দুইটি দল সেমিফাইনালে পরাজিত হবে সেই দুইটি দলকে নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থান নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচের সময়সূচি নিম্নরুপ –

ম্যাচ নং তারিখ দল সময়
২৮ ১১ জুলাই, ২০২৪ সেমিতে পরাজিত দুই দল ভোর ৬টা

ফাইনাল ম্যাচ – কোপা আমেরিকা ২০২৪ সময় সূচিঃ

সেমিফাইনালে বিজয়ী দুইটি দল ফাইনাল ম্যাচ খেলবে। ফাইনাল ম্যাচের সময়সূচি –

ম্যাচ নং তারিখ দল সময়
২৯ ১২ জুলাই, ২০২৪ সেমিতে বিজয়ী দুই দল ভোর ৬টা

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি বাংলাদেশ সময়ঃ

আর্টিকেলটিতে বাংলাদেশ সময়সূচি অনুযায়ী কোপা আমেরিকা ২০২৪ সালের সময়সূচী দেওয়া হয়েছে। আপনি যদি বাংলাদেশ থেকে খেলা দেখতে চান তাহলে আর্টিকেলের সময়সূচি অনুযায়ী নিশ্চিন্তে খেলা উপভোগ করতে পারেন।

বাংলাদেশ থেকে কোপা আমেরিকা দেখায় উপায়?

যদি আপনি আমাদের বাংলাদেশ থেকে কোপা আমেরিকার খেলা দেখতে চান। তাহলে আপনি আমাদের বাংলাদেশ থেকে বিভিন্ন উপায়ে কোপা আমেরিকার খেলা লাইভ দেখতে পারবেন। যেমন, টিভি চ্যানেল থেকে এবং অনলাইনের বিভিন্ন খেলা দেখা অ্যাপস এর মাধ্যমে। সেক্ষেত্রে আপনি যদি টিভি চ্যানেল থেকে কোপা আমেরিকার খেলা দেখতে চান। তাহলে আপনি বেশ কিছু টিভি চ্যানেল থেকে উক্ত খেলা গুলো দেখতে পারবেন। আর সেই টিভি চ্যানেল এর নাম নিচের তালিকায় দেওয়া হলো যেমন,

  1. SONY TEN-1,
  2. SONY TEN-2,
  3. SONY SIX-1,
  4. SONY SIX-2,

তবে টিভি চ্যানেল এর পাশাপাশি আপনি অনলাইন থেকেও সরাসরি কোপা আমেরিকার খেলা লাইভ দেখতে পারবেন। আর এবার আমি আপনাকে বেশ কিছু অ্যাপস এর নাম শেয়ার করবো। যে অ্যাপস গুলো থেকে আপনি অনলাইনে কোপা আমেরিকার খেলা লাইভ দেখতে পারবেন। যেমন,

  1. CBS TV
  2. CBS Sports.
  3. Live Soccer TV.
  4. Live Football on TV.
  5. ESPN ScoreCenter.
  6. SuperSport Dstv Now App.
  7. Live NetTV.
  8. AOS TV Live Sports,

তো যদি আপনি উপরের অ্যাপস গুলো থেকে লাইভ ফুটবল খেলা দেখতে চান। তাহলে আপনাকে কিছু কিছু অ্যাপসে প্রিমিয়াম মেম্বারশিপ নিতে হবে। যার কারণে আপনাকে খেলা দেখার জন্য অর্থ ব্যয় করার প্রয়োজন হবে।কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

কোপা আমেরিকা কত বছর পর পর হয়?

আপনি যদি কোপা আমেরিকার অতীতের ইতিহাস দেখেন। তাহলে লক্ষ্য করতে পারবেন যে, আগে কোপা আমেরিকা প্রতি ০৩ বছর পর পর অনুষ্ঠিত হয়েছিলো। কিন্তু ২০০৭ সাল এর পর এই নিয়মের মধ্যে অনেকটা পরিবর্তন নিয়ে আসা হয়। এবং তারপর থেকে প্রতি ০৪ বছর পর পর এই কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে।

ব্রাজিল কোপা আমেরিকা কতবার নিয়েছে?

যদি আপনি ফুটবল জগতের একজন ব্রাজিল সাপোর্টার হয়ে থাকেন। তাহলে আপনার মনে অবশ্যই প্রশ্ন জেগে থাকবে যে, ব্রাজিল কোপা আমেরিকা কতবার নিয়েছে। তো অন্যান্য ফুটবল দল গুলোর কোপা আমেরিকা জয়ী দলের তালিকায় ব্রাজিল বেশ ভালো জায়গা নিতে পেরেছে। কেননা, এখন পর্যন্ত কোপা আমেরিকা জয়ী দেশ গুলোর মধ্যে ব্রাজিলের অবস্থান রয়েছে দ্বিতীয়তম। আর ব্রাজিল মোট ০৯ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতে পেরেছে। তবে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল গুলোর মধ্যে উরুগুয়ে ও আর্জেন্টিনার অবস্থান রয়েছে সবার শীর্ষে।কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

আর্জেন্টিনা কতবার কোপা আমেরিকা কাপ জিতেছে?  

বর্তমান সময়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল গুলোর মধ্যে আর্জেন্টিনা সবার শীর্ষে জায়গা দখল করতে পেরেছে। কেননা, এই দলটি মোট ১৫ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড তৈরি করেছে। তবে আর্জেন্টিনার পাশাপাশি উরুগুয়ে মোট ১৫ বার চ্যাম্পিয়ন হওয়ার মাইফলক ছুঁতে পেরেছে।কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে?

উপরের আলোচনা থেকে আমরা ব্রাজিল ও আর্জেন্টিনার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হওয়ার সংখ্যা জানতে পেরেছি। তবে এই দুটো ফুটবল দল ছাড়াও আরো বেশ কিছু দল আছে। যার মূলত এই প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হতে পেরেছে। আর বর্তমান সময় পর্যন্ত কোপা আমেরিকা কাপ কে কতবার নিয়েছে। সেই ফুটবল দল গুলোর তালিকা নিচে শেয়ার করা হলো। যেমন,

ক্রমিক নং ফুটবল দলের নাম চ্যাম্পিয়ন এর পরিমান
০১ উরুগুয়ে ১৫ বার
০২ আর্জেন্টিনা ১৫ বার
০৩ ব্রাজিল ৯ বার
০৪ প্যারাগুয়ে ০২ বার
০৫ চিলি ০২ বার
০৬ পেরু ০২ বার
০৭ কলম্বিয়া ০১ বার
০৮ বলিভিয়া ০১ বার

ব্রাজিল কতবার কোপা আমেরিকায় অংশগ্রহণ করেনি?

আমরা সকলেই জানি যে, কোপা আমেরিকা হলো বিশ্বের তৃতীয় জনপ্রিয় ফুটবল প্রতিযোগীতার নাম। কিন্তু এরপরও বিভিন্ন দেশ বিভিন্ন সময় উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহন করতে অসম্মতি প্রদান করেছিলেন। আর সেই দেশ গুলোর মধ্যে রয়েছে ব্রাজিলের নাম। কারন ফুটবল জনপ্রিয় ব্রাজিল দল ১৯২৬ সাল থেকে ১৯৩৫ সাল পর্যন্ত মোট ১০ বছর পর্যন্ত কোপা আমেরিকা প্রত্যাহার করেছিলো। অর্থ্যাৎ উক্ত সময়ে ব্রাজিল এই জনপ্রিয় প্রতিযোগীতায় অংশগ্রহন করতে অসম্মতি জনিয়েছিলো। কিন্তু তার পরবর্তী সময়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ব্রাজিল কোপা আমেরিকায় সফল দল হিসেবে যোগ্যতা অর্জন করতে পেরেছিলো। আর বর্তমান সময় পর্যন্ত মোট ০৯ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড তৈরি করেছে।কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

আর্জেন্টিনা বনাম ব্রাজিল কে বেশি শক্তিশালী?  

যদি আপনি বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের দিকে লক্ষ্য করেন। তাহলে ব্রাজিল ও আর্জেন্টিনার সবচেয়ে বেশি সাপোর্টার লক্ষ্য করতে পারবেন। আর সে কারণে তারা অনেকেই জানতে চায় যে, ব্রাজিল বনাম আর্জেন্টিনা কে বেশি শক্তিশালী। আপনি যদি এই দুটি দলের শক্তির পরীক্ষা সম্পর্কে জানতে চান। তাহলে আপনাকে উক্ত দল গুলোর পূর্বের ম্যাচের পরিসংখ্যান সম্পর্কে জানতে হবে। আর নিচের তালিকায় আর্জেন্টিনা বনাম ব্রাজিল পরিসংখ্যান শেয়ার করা হলো।

  1. মোট ম্যাচের সংখ্যাঃ ১১৩ টি
  2. আর্জেন্টিনার জয়ঃ ৪১ টি ম্যাচ,
  3. ব্রাজিলের জয়ঃ ৪৬ টি ম্যাচ,
  4. ড্র ম্যাচঃ ২৬ টি,

আর উপরোক্ত পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে যে, আর্জেন্টিনার তুলনায় ব্রাজিল বেশিবার জয়লাভ করতে পেরেছে। তবে এখানে বলে রাখা ভালো যে, উক্ত পরিসংখ্যান টি ২০২১ সালের নভেম্বর মাসের ১৬ তারিখের খেলা পর্যন্ত আপডেট করা হয়েছে।কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি

কোপা আমেরিকা সম্পর্কে অজানা তথ্যঃ

উপরের আলোচনা থেকে আমরা কোপা আমেরিকা সম্পর্কে বিভিন্ন বিষয় জানলাম। এবার আপনাকে কোপা আমেরিকা সম্পর্কে কিছু অজানা তথ্য শেয়ার করবো। যে তথ্য গুলো এর আগে আপনার অজানা ছিলো। যেমন,

  1. কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচে অংশগ্রহন করা খেলোয়াড় হলেন, ব্রাজিলের কার্লোস আলবের্তো তোরেস। যিনি সর্বমোট ৩৪টি ম্যাচে অংশগ্রহন করেছেন।
  2. উক্ত প্রতিযোগীতায় সবচেয়ে বেশি গোল করার খেলোয়ার এর নাম হলো, পেরুভিয়ান দিগো লরেন্স। কোপা আমেরিকায় তার মোট গোল এর সংখ্যা হলো, ৪৪ টি।
  3. পেরু হলো এমন একটি ফুটবল দল। যে দলটি এখন পর্যন্ত মোট ০৭ বার কোপা আমেরিকার দ্বিতীয় স্থান (রানার্সআপ) অধিকার করতে পেরেছে।
  4. কোপা আমেরিকা সবচেয়ে বেশিবার জয়লাভ করার রেকর্ড তৈরি করেছে উরুগুয়ে ও আর্জেন্টিনা। কেননা, এই দুটো দল মোট ১৫ বার চ্যাম্পিয়ন হতে পেরেছে।
  5. কোপা আমেরিকা পুরুষ ফুটবল দলের প্রতিযোগীতা হলেও, ২০১৬ সালে সর্বপ্রথম মহিলাদের জন্য একটি প্রতিযোগীতার আয়োজন করেছিলো।
  6. আগে প্রতি ০৩ বছর পরপর কোপা আমেরিকার আয়োজন করা হতো। কিন্তুু ২০০৭ সালের পর থেকে এই প্রতিযোগীতা ০৪ বছর পরপর অনুষ্ঠিত হয়।
  7. ১৯৬৭ সালে সর্বপ্রথম দক্ষিন আমেরিকার বাইরে ইকুয়েডরে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিলো।
  8. দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ সালে এবং ১৯৪৬ সালে, কোপা আমেরিকা বাতিল করা হয়েছিল।

পরিশেষেঃ

কোপা আমেরিকা ২০২৪ সময় সূচি নিয়ে এই ছিল আমাদের আর্টিকেল। আজকের আর্টিকেল এর মধ্যে কোপা আমেরিকা ২০২৪ সময়সূচী শেয়ার করা হয়েছে। তবে এর পাশাপাশি কোপা আমেরিকা সম্পর্কিত বিভিন্ন তথ্য শেয়ার করা হয়েছে। যেগুলো একজন ফুটবলপ্রেমী মানুষ হিসেবে আপনার জানা দরকার। আশা করছি আর্টিকেলটি থেকে আপনি ২০২৪ সালে অনুষ্ঠিত হওয়া কোপা আমেরিকার সময়সূচি সম্পর্কে জানতে পেরেছেন। আর্টিকেলটি নিয়ে আপনার কোন প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। আর আপনি যদি ফুটবল রিলেটেড সকল আপডেট তথ্য গুলো সবার আগে জানতে চান। তাহলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top