সুপ্রিয় পাঠক, স্বাগত আমাদের পেইজে, আমাদের আজকের এই আর্টিকেলটিতে আর্জেন্টিনা বনাম জার্মানির খেলার পরিসংখ্যান নিয়ে বিশদ আলোচনা করা হবে। এই দুই দলের মধ্যকার কতবার দেখা হয়েছে এবং কোন দল কতবার জয়লাভ করেছে সকল তথ্য আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ফুটবল পৃথিবীর জনপ্রিয় খেলা গুলোর মধ্যে একটি।
আর্জেন্টিনা এবং জার্মানির সাপোর্টার সারা বিশ্ব জুরে রয়েছে বিশেষ করে ভারতীয় উপমহাদেশে কথাই নাই। তাই অনেক সার্পোটার তারা বিভিন্ন তর্ক করার জন্য বা মজা করার জন্য প্রায়ই নেট দুনিয়ায় সার্চ করে তাদের আর্জেন্টিনা বনাম জার্মানির খেলার পরিসংখ্যান খুজে বের করে। তাই পাঠক আমরা আজকে নিয়ে এসেছি আপনাদরে পছন্দের দুটি দলের খেলার পরিসংখ্যান।
আর্জেন্টিনা বনাম জার্মানির খেলার পরিসংখ্যানঃ
আর্জেন্টিনা বনাম জার্মানির খেলার পরিসংখ্যান এর মধ্যকার মোট হেড টু হেড দেখা হয়েছে ২৩ বার। যেখানে জার্মানি জয়লাভ করেছে ১০ টি ম্যাচে এবং জার্মানির জয়ের পরিমান ৪৩.৫০%। অপরদিকে আর্জেন্টিনা জয়লাভ করেছে ০৮ টি ম্যাচে। আর্জেন্টিনার জয়ের পরিমাণ ৩৫.০০%। দুই দলের মধ্যকার মোট ম্যাচের ২১.৫০% ড্রা হয়ছে অর্থাৎ ০৫টি ম্যাচে। আর্জেন্টিনা বনাম জার্মানির মধ্যকার প্রথম দেখা হয়েছে ফিফা বিশ্বকাপের মঞ্চে ০৮ই জুন ১৯৫৮ সালে মালমো স্টেডিয়াম, মালমোতে। ৩-১ গোলের ব্যাবধানে আর্জেন্টিনা হারে প্রথম ম্যাচেই। সর্বশেষ দেখা হয়েছে ০৯ই অক্টোবার ২০১৯ সালে যেখানে ২-২ গোলের ব্যবধানে ড্রা হয়।নিচে আর্জেন্টিনা বনাম জার্মানির খেলার পরিসংখ্যান টেবিল আকারে দেওয়া হলোঃ
মোট ম্যাচ | ২৩ |
জার্মানির জয় | ১০ |
আর্জেন্টিনার জয় | ৮ |
জার্মানির জয় % | ৪৩.৫০% |
আর্জেন্টিনার জয় % | ৩৫.০০% |
ড্রা হইছে | ৫ |
ড্রা % | ২১.৫০% |
প্রথম খেলেছিল | ০৮ই জুন ১৯৫৮ সালে |
সর্বশেষ খেলেছিল | ০৯ই অক্টোবার ২০১৯ |
জার্মানি বনাম আর্জেন্টিনার বিশ্বকাপে পরিসংখ্যানঃ
ফুটবলের অন্যতম দুই পরাশক্তি আর্জেন্টিনা বনাম জার্মানির মধ্যকারবিশ্বকাপে মঞ্চে এখনও পর্যন্ত দুই দলের মধ্যে হেড টু হেড ৭ বারের দেখায় আর্জেন্টিনার জয় মাত্র ১টি ম্যাচে এবং জয়ের পরিমাণ ১৪.২৯%। অন্যদিকে জার্মানির জয় ০৫টি ম্যাচে। জার্মানির জয়ের পরিমাণ ৭১.৪২%। তাছাড়া দুই দলের মধ্যকর ৬ই জুলাই ১৯৬৬ সালের বিশ্বকাপের দ্বিতীয় দেখায় ০-০ গোলে মাত্র ১টি ম্যাচে ড্রা হয়। ড্রা পরিমাণ ১৪.২৯%। দুই দলের মধ্যকার বিশ্বকাপে প্রথম দেখা হয় ০৮ই জুন ১৯৫৮ মালমো স্টেডিয়ামে। এবং শেষ দেখা হয় ১৩ই জুলাই ২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে এস্তাদিও দো মারাকানা স্টেডিয়ামে। ১-০ গোলে জার্মানি ২০১৪ সালের বিশ্বকাপের চ্যাম্পিয়ান হয়।
মোট ম্যাচ | ৭ |
আর্জেন্টিনার জয় | ১ |
জার্মানির জয় | ৫ |
আর্জেন্টিনার জয় % | ১৪.২৯% |
জার্মানির জয় % | ৭১.৪২% |
ড্রা / ফলাফল হয়নি | ১ |
ড্রা / ফলাফল হয়নি % | ১৪.২৯% |
প্রথম খেলেছিল | ০৮ই জুন ১৯৫৮ |
সর্বশেষ খেলেছিল | ১৩ই জুলাই ২০১৪ |
দুই দলের হেড টু হেড সকল পরিসংখ্যান বিবেচনা করে দেখা যায় ইউরোপের দেশ জার্মানি অনেকটা সফল ল্যাটিন অ্যামেরিকার দেশ আর্জেন্টিনার চেয়ে। সারা বিশ্বের লক্ষ লক্ষ দর্শক দুই দলের মধ্যকার ম্যাচ দেখার জন্য ফুটবল প্রেমীরা অধির আগ্রেহে অপেক্ষা করে থাকে।
আর্জেন্টিনা-জার্মানির লড়াইয়ে কে এগিয়েঃ
আর্জেন্টিনা আর জার্মানি, ফুটবলের দুই পরাশক্তি। ২০০০ সালের পর থেকে সর্বশেষ ৯ বারের দেখায়ও এগিয়ে আর্জেন্টিনা, জিতেছে ৪টি, হেরেছে ৩টি। বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। তবে আর্জেন্টিনার জয় সবগুলোই এসেছে প্রীতি ম্যাচে। আর জার্মানির ৩ জয় বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে। আক্রমণাত্মক ফুটবল দুই দলেরই মূল শক্তি। ফলে হার জিত যাই হোক, ম্যাচে গোল হবেই। মুখোমুখি লড়াইয়ের সর্বশেষ ৯ ম্যাচে আর্জেন্টিনা মোট গোল করেছে ১৪টি, জার্মানি ১৩টি। সবমিলিয়ে মুখোমুখি দেখায় জার্মানির সবচেয়ে বড় জয় ৪-০ গোলে। ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে এই লজ্জা দিয়েছিল জার্মানরা। অপরদিকে আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় ৪-২ গোলের ব্যবধানে। সেটা এসেছে ২০১৪ বিশ্বকাপেরই পরই, এক প্রীতি ম্যাচে।
ব্রাজিল বনাম জার্মানির খেলার পরিসংখ্যানঃ
ব্রাজিল বনাম জার্মানি এই দুই দেশের ম্যাচের পরিসংখ্যান আলোচনা করলে দেখা যায় এই দুই দেশ সেই ১৯৬৩ সাল হতে একে অপরের বিপক্ষে খেলে আসছে। উপরোক্ত আলোচনায় থাকা এই দুই দেশ এ যাবৎ কালে তারা ২৩ টি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে। এছড়াও আরও অনেক আন্তর্জাতিক ম্যাচে নিজেদের সাথে প্রতিযোগিতায় অংশ গ্রহন করে, সেই খানে ব্রাজিল ১৩ টি ম্যাচে জয়লাভ করে তবে, সেই সাথে ব্রাজিলের যত লজ্জার পরাজয়গুলো রয়েছে তাও কয়েকটি রয়েছে এই জার্মানির সাথেই । অপর পক্ষে মাত্র, ৫ টি ম্যাচে জার্মানি জয়লাভ করে এছাড়া অপর ৫ টি ম্যাচ দুই দেশের মধ্যে ড্র হয়।
পরিশেষে
আমাদের আজকের এই আর্টিকেলটিতে আর্জেন্টিনা বনাম জার্মানির খেলার পরিসংখ্যান এবং এই দুই দলের মধ্যকার কতবার দেখা হয়েছে এবং কোন দল কতবার জয়লাভ করেছে সব তথ্য জানতে পারলেন। খেলাধুলার সব আপডেট তথ্য পেতে আমাদের পেইজের সাথে থাকুন। ধন্যবাদ
It’s Very helpful page
ব্রাজিল আর আর্জেন্টিনার একটি পরিসংখ্যান চাই
Sir Site er Logo Dile aro beshi Trusted mone hoto