আসসালামু আলাইকুম। প্রিয় পাঠক বন্ধুগণ বন্ধুরা। আপনাদের সবার জন্য আমি আজকে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা আর্জেন্টিনা বনাম ব্রাজিল দলের খেলা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের জন্য আমাদের আজকের এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমাদের এই আর্টিকেলটিতে নিয়ে এসেছিআর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচের পরিসংখ্যান এবং কোন কোন দলের সাথে খেলবে সেই বিষয়ে আলোচনা। আপনারা যারা আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচের পরিসংখ্যান সম্পর্কে জানতে চান তারা আমাদের এই আর্টিকেলটি থেকে জেনে নিন এজন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচের পরিসংখ্যানঃ
আজকে এখানে পাঠক আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে আপনারা সময় নিয়ে পড়তে পারেন।
→মোট ম্যাচ: ১১৩ টি
→ব্রাজিল জয়ী: ৪৬ ম্যাচ
→আর্জেন্টিনা জয়ী: ৪১ ম্যাচ
→ড্র: ২৬ ম্যাচ
→ব্রাজিল সর্বোচ্চ গোল: পেলে ৮ টি
→আর্জেন্টিনার সর্বোচ্চ গোল: এমিলিও বাল্ডোনেডো ৭ টি
আর্জেন্টিনার ফুটবলের ইতিহাসঃ
ল্যাটিন আমেরিকার অন্যতম সফল ফুটবল দল হল আর্জেন্টিনা। ম্যারাডোনা থেকে শুরু করে হালের এঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসির হাত ধরে আর্জেন্টিনা দলটি সারা পৃথিবী জুড়ে জনপ্রিয়তার শীর্ষে। আর্জেন্টিনা প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে ২০শে জুলাই ১৯০২ সালে উরুগুয়ের বিপক্ষে। প্রথম ম্যাচেই ৬-০ গোল ব্যাবধানে দারুন এক জয় পায় আর্জেন্টিনা।
পরিসংখ্যানে আরজেন্টিনার যত অর্জনঃ
আর্জেন্টিনার সবচেয়ে বড় জয় ২২শে জানুয়ারী ১৯৪২ সালে ইকুয়েডারের বিপক্ষে ১২-০ গোলে পড় জয় পায়। আর্জেন্টিনা সর্বমোট ১৮টি বিশ্বকাপে মূল আসরে খেলেছে। সর্বপ্রথম ১৯৩০ এবং সর্বশেষ ২০২২ সালে। বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনাল খেলেছে ৫বার ( ১৯৩০, ১৯৭৮, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ) সর্বোচ্চ সাফল্য ২ বার ( ১৯৭৮, ১৯৮৬) বিশ্ব চাম্পিয়ান। আর্জেন্টিনার সবচেয়ে বড় পরাজয় ১৫ই জুন ১৯৫৮ সালে স্লোভাকিয়ার বিপক্ষে ১-৬ গোল ব্যাবধানে। ১লা এপ্রিল ২০০৯ বলিভিয়ার বিপক্ষে ৬-১ ব্যাবধানে পরাজয় বরণ করে। সর্বশেষ ২৭শে মার্চ ২০১৮ সালে স্পেনের সাথে ১-৬ ব্যাবধানে হারের লজ্জার রেকর্ড করে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার কোপা আমেরিকায় অংশগ্রহণ করে ৪৩বার। সর্বপ্রথম ১৯১৬ সালে এবং সর্বশেষ ২০২১। কোপা আমেরিকায় ৪৩ বার অংশগ্রহণ করে ফাইনাল খেলা ২৯বার এবং ১৫বার (১৯২১, ১৯২৫, ১৯২৭, ১৯২৯, ১৯৩৭, ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫, ১৯৫৭, ১৯৫৯, ১৯৯১, ১৯৯৩ সর্বশেষ ২০২১ সালে চ্যাম্পিয়ান হয়। প্যানামেরিকান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে ২বার এবং চাম্পিয়ান হয় ১৯৬০ সালে। এছাড়া আর্জেন্টিনা কনমেবল উয়েফা কাপ অফ চ্যাম্পিয়নশিপে অংশ নেয় ২বার এবং চাম্পিয়ান হয় দুই বার ১৯৯৩ এবং ২০২২। ফিফা কনফিডারেশন কাপে অংশগ্রহন করে ৩বার এবং চাম্পিয়ান হয় ১বার, ১৯৯২ সালে।
আর্জেন্টিনার বাছাইপর্বে ম্যাচ কবে শুরু হবেঃ
2026 বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের প্রথম ম্যাচেই ইকোয়েডর এর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর্জেন্টিনার খুবই পরিচিত প্রতিপক্ষ হচ্ছে এই ইকোয়েডর। সেপ্টেম্বর মাসের ৭ তারিখ বাংলাদেশ সময় রাত ২ টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এই ম্যাচের মাধ্যমেই আর্জেন্টিনার বাছাইপর্বের ম্যাচ শুরু হবে। বাংলাদেশী ফুটবল সমর্থক দের মধ্যে সব থেকে বেশি সাপোর্টার্স হচ্ছে আর্জেন্টিনা এবং ব্রাজিল এর। ২০২২ সালে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। এর পর থেকেই আর্জেন্টিনার সমর্থক আর বেশি বাড়তেছে। এর সাথে সাথে তারা এটাও জানতে চাচ্ছে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে কখন। চলুন দেখে নেই আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ সিডিউল।
আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা কবেঃ
2026 বিশ্বকাপ ফুটবল বাছাইপর্বের দক্ষিণ আমেরিকার সবথেকে রাইভাল দুইটি দল হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিল। সামনের বাছাইপর্বে মুখোমুখী হবে আর্জেন্টিনা বনাম ব্রাজিল। আগামি ১৯ নভেম্বর বাংলাদেশ টাইম রাত তিন টায় আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আর্জেন্টিনার বনাম ব্রাজিলের কোপা আমেরিকার পরিসংখ্যানঃ
এখন পর্যন্ত কোপা আমেরিকা কাপে আর্জেন্টিনা vs brazil এর মধ্যে মোট প্রদর্শনী ম্যাচ হয় ৫০ টি। এর মধ্যে আর্জেন্টিনা ২০ টি ম্যাচে জয়লাভ করে। এবং ব্রাজিল ১৮ বার জয়লাভ করে। দুই দলের ৫০ টি ম্যাচের মধ্যে ড্র হয় ১২ টি ম্যাচ।আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচের পরিসংখ্যান। নিচে আর্জেন্টিনা ব্রাজিল কোপা আমেরিকা পরিসংখ্যান থেকে আরও বিস্তারিত বুঝে নেওয়া যাক।
ব্রাজিল বনাম আর্জেন্টিনা |
কোপা আমেরিকা |
মোট প্রদর্শনী ম্যাচ | ৫০ |
আর্জেন্টিনার জয় | ২০ |
ব্রাজিলের জয় | ১৮ |
ড্র | ১২ |
ব্রাজিলের হার | ২০ |
আর্জেন্টিনার হার | ১৮ |
কোপা চ্যাম্পিয়নশিপঃ
→ব্রাজিল: ৯ বার (সর্বশেষ চ্যাম্পিয়ন ২০১৯)
→আর্জেন্টিনা: ১৫ বার (সর্বশেষ চ্যাম্পিয়ন ২০২১)
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড পরিসংখ্যান হেড টু হেডঃ
আর্জেন্টিনা বনাম পোল্যান্ড হেড টু হেড পরিসংখ্যান ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরো চ্যাম্পিয়ানশিপ, নেহেরু কাপ সহ সকল পরিসংখ্যান দেখে নিন এক পলকে। আর্জেন্টিনা বনাম পোল্যান্ড হেড টু হেড পরিসংখ্যান সর্বমোট ম্যাচ খেলেছে ১২টি। যেখানে আর্জেন্টিনার জয় ৭টি ম্যাচে। আর্জেন্টিনার জয়ের পরিমাণ ৫৮.৩৩%। অন্যদিকে পোল্যান্ডের জয়লাভ করে ৩টি ম্যাচে। পোল্যান্ডের জয়ের পরিমাণ ২৫%। তাছাড়া আর্জেন্টিনা বনাম পোল্যান্ড হেড টু হেড ১২টি মধ্যে ২টি ম্যাচে ড্রা হয়। ড্রার পরিমাণ ১৬.৬৭%। এই দুই দলের বিশ্বকাপে এখনও পর্যন্ত দুই বার দেখা হয়েছে। প্রথম দেখা ১৫জুন, ১৯৭৪ সালে যেখানে ২-৩ গোলের ব্যাবধানে পোল্যান্ড জয়লাভ করে। বিশ্বকাপে দ্বিতীয় দেখা ১৪জুন, ১৯৭৮ সালে যেখানে ০-২ গোল ব্যাবধানে আর্জেন্টিনা জয়লাভ করে। তাছাড়া আর্জেন্টিনা বনাম পোল্যান্ড পরিসংখ্যান হেড টু হেড ৮টি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ খেলে ৫টি ম্যাচে আর্জেন্টিনা জয়লাভ করে। এবং ২টি ম্যাচে জয় পায় পোল্যান্ড বাকী একটি ম্যাচ ড্রা হয়।
সাল | ম্যাচ | জয়ী দল | স্কোর | প্রতিযোগিতা |
১১জুন, ১৯৬৬ | আর্জেন্টিনা বনাম পোল্যান্ড | ড্রা | ১-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৯ডিসেম্বার, ১৯৬৮ | পোল্যান্ড বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ০-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৫জুন, ১৯৭৪ | আর্জেন্টিনা বনাম পোল্যান্ড | পোল্যান্ড | ২-৩ | ফিফা বিশ্বকাপ |
২৪মার্চ, ১৯৭৬ | পোল্যান্ড বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ১-২ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২৯মে, ১৯৭৭ | আর্জেন্টিনা বনাম পোল্যান্ড | আর্জেন্টিনা | ৩-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৪জুন, ১৯৭৮ | পোল্যান্ড বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ০-২ | ফিফা বিশ্বকাপ |
১২অক্টবার, ১৯৮০ | আর্জেন্টিনা বনাম পোল্যান্ড | আর্জেন্টিনা | ২-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
২৮অক্টবার, ১৯৮১ | পোল্যান্ড বনাম আর্জেন্টিনা | পোল্যান্ড | ২-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
১৭জানুয়ারী, ১৯৮৪ | আর্জেন্টিনা বনাম পোল্যান্ড | ড্র | ১-১ | নেহেরু কাপ |
২৬নভেম্বার, ১৯৯২ | পোল্যান্ড বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা | ০-২ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
৫জুন, ২০১১ | পোল্যান্ড বনাম আর্জেন্টিনা | পোল্যান্ড | ২-১ | আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ |
০১ডিসেম্বার, ২০২২ | আর্জেন্টিনা বনাম পোল্যান্ড | আর্জেন্টিনা | ২-০ | ফিফা বিশ্বকাপ |
ফুটবলে পোল্যান্ডের পরিসংখ্যানঃ
পোল্যান্ড ইউরোপের একটি শক্তিশালী ফুটবল দল। দলটির আছে অনেক প্রাচীন ইতিহাস। পোল্যান্ড সর্বপ্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে ১৮ই ডিসেম্বার ১৯২১ সালে হাংগেরির বিপক্ষে। প্রথম ম্যাচেই ১-০ গোল ব্যাবধানে পরাজয় বরণ করে।পোল্যান্ডের সবচেয়ে বড় জয় সান মারিনোর বিপক্ষে ১লা এপ্রিল ২০০৯ সালে। ১০-০ গোল ব্যাবধানে জয়লাভ করে। দলটির পরিসংখ্যানে সবচেয়ে বড় পরাজয় ডেনমার্কের বিপক্ষে। ২৬ই জুন ১৯৪৮ সালে ৮-০ গোল ব্যাবধানে পরাজয় বরণ করে। পোল্যান্ড এখনও পর্যন্ত ৯বার ফিফা ফুটবল বিশ্বকাপের মূল আসরে খেলার সুযোগ পেয়েছে। সর্বপ্রথম ১৯৩৮ সালে এবং সর্বশেষ ২০২২ সালে। বিশ্বকাপে পোল্যান্ডের সর্বোচ্চ অর্জন ১৯৭৪ এবং ১৯৮২ সালে তৃতীয় স্থান অধিকার করে। পাশাপাশি দলটি ইউরো চ্যাম্পিয়ানশিপে অংশগ্রহণ করেছে ৪বার। ইউরো চ্যাম্পিয়ানশিপে সর্বোচ্চ সাফল্য কোয়াটার ফাইনাল খেলেছে ২০১৬ সালে।পোল্যান্ড দলটি অলিম্পিক গেমসে স্বর্ণ পদক জয় করে ১৯৭২ সালে। তাছাড়া দলটি ১৯৭৬ এবং ১৯৯২ সালে অলিম্পিক গেমসে ২বার সিলভার পদক অর্জন করে।
আর্জেন্টিনা বনাম বলিভিয়া পরিসংখ্যানঃ
এখনো পর্যন্ত আর্জেন্টিনা বনাম বলিভিয়ার যে সকল ম্যাচগুলো হয়েছে সকল ম্যাচের পরিসংখ্যান আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা। নিচে ছক আকারে তুলে ধরা হলো:
পরিসংখ্যান | আর্জেন্টিনার জয় | বলিভিয়ার জয় | ড্র |
মোট ম্যাচ- ১৫ | ১০ | ২ | ৩ |
মোট গোল- ৫২ | ৩৮ | ১৪ | |
কোপা আমেরিকা ম্যাচ- ২ | ২ | ০ | ০ |
ওয়ার্ল্ড কাপ কোলিফায়ার- ৮ | ৪ | ২ | ২ |
এখনো পর্যন্ত আর্জেন্টিনা বনাম বলিভিয়ার যে সকল ম্যাচগুলো হয়েছে সকল ম্যাচের পরিসংখ্যান আমরা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা। বলিভিয়ার চেয়ে আর্জেন্টিনা বর্তমান সময়ে অনেকটাই এগিয়ে আছে এছাড়াও ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন।
আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের পরিসংখ্যানঃ
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে নেদারল্যান্ডসের মুখোমুখি হয় আর্জেন্টিনা। পরিসংখ্যানে অবশ্য কিছুটা পিছিয়ে আছে আলবিসেলেস্তেরা। নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার সব মিলিয়ে ৯ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে চারটি ম্যাচেই জয়ী হয়েছে ডাচরা। তিনটিতে জিতেছে আর্জেন্টিনা। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হয়েছে এ দুই দল। এর মধ্যে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস উভয় দলই দুইবার করে জিতেছে। অপর ম্যাচটি ড্র হয়েছে।
আর্জেন্টিনা বনাম পেরু পরিসংখ্যান
আর্জেন্টিনা বনাম পেরু হেড টু হেড সর্বপ্রথম ম্যাচ খেলে ২৭শে, নভেম্বার ১৯২৭ সালে কোপা আমেরিকার এক ম্যাচে প্রথম ম্যাচে আর্জেন্টিনা পেরুকে ৫-১ গোলে বিশাল জয় পায়। তার পর থেকে ৯৬ বছর ইতিহাসে আর্জেন্টিনা বনাম পেরু পরিসংখ্যানে সর্বমোট ৫৭ ম্যাচ খেলেছে যেখানে আর্জেন্টিনা ৩৭ ম্যাচে জয়লাভ করেছে। আর্জেন্টিনার জয়ের পরিমাণ ৬৩.১৬%। অন্যদিকে পেরু জয়লাভ করেছে ৭ ম্যাচে। পেরুর জয়ের পরিমাণ ১২.২৮%। ৯৬ বছর ইতিহাসে ৫৭ ম্যাচের ১৪ ম্যাচ ড্রা বা ফলাফল হয়নি। ড্রা বা ফলাফল না হওয়ার পরিমাণ ২৪.৫৬% ম্যাচ। চলুন দেখে আসি আর্জেন্টিনা বনাম পেরুর প্রতিটি ম্যাচের পরিসংখ্যান।
মোট ম্যাচ | ৫৭ |
আর্জেন্টিনার জয় | ৩৬ |
পেরুর জয় | ৭ |
আর্জেন্টিনার জয় % | ৬৩.১৬% |
পেরুর জয় % | ১২.২৮% |
ড্রা / ফলাফল হয়নি | ১৪ |
ড্রা / ফলাফল হয়নি % | ২৪.৫৬% |
পেরু গোল দিয়েছে | ৫২ |
আর্জেন্টিনা গোল দিয়াছে | ১০৮ |
প্রথম খেলেছিল | ২৭শে, নভেম্বার ১৯২৭ সালে |
সর্বশেষ খেলেছিল | ১৮ই, অক্টবর ২০২৩ সালে |
আর্জেন্টিনা বনাম পেরু পরিসংখ্যান ১৯২৭-২০২৩ঃ
১৯২৭ সাল থেকে ২০২৩ সাল দীর্ঘ ৯৬ বছর মোট ৫৭ ম্যাচের তারিখ ফলাফল স্কোর সহ সকল তথ্য দিচে প্রকাশ করা হল যা দুই দলের খেলা শেষ আপডেট করা হয়। নিচে তা ছক আকারে তুলে ধরা হলোঃ
তারিখ | ম্যাচ | ফলাফল | গোল সংখ্যা |
২৭/১১/১৯২৭ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ৫-১ |
০৩/১১/১৯২৯ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ৩-০ |
২০/০১/১৯৩৫ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ১-৪ |
১৬/০১/১৯৩৭ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ১-০ |
১৯/০১/১৯৪১ | পেরু বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ |
২৬/০১/১৯৪১ | পেরু বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ |
২৯/০১/১৯৪১ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ৩-০ |
১২/০২/১৯৪১ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ২-১ |
২৫/০১/১৯৪২ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ৩-১ |
১১/১২/১৯৪৭ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ৩-২ |
১৬/০৩/১৯৫৫ | পেরু বনাম আর্জেন্টিনা | ড্রা | ২-২ |
২২/০১/১৯৫৬ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ২-১ |
২৮/০২/১৯৫৬ | পেরু বনাম আর্জেন্টিনা | ড্রা | ০-০ |
০৬/০৪/১৯৫৭ | পেরু বনাম আর্জেন্টিনা | পেরু জয়ী | ২-১ |
০৯/০২/১৯৫৭ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ১-৪ |
১৮/০৩/১৯৫৯ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ৩-১ |
১৩/০৩/১৯৬৩ | আর্জেন্টিনা বনাম পেরু | পেরু জয়ী | ১-২ |
২৯/০৮/১৯৬৮ | পেরু বনাম আর্জেন্টিনা | ড্রা | ২-২ |
০১/০৯/১৯৬৮ | পেরু বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ |
০৩/০৮/১৯৬৯ | পেরু বনাম আর্জেন্টিনা | পেরু জয়ী | ১-০ |
৩১/০৮/১৯৬৯ | পেরু বনাম আর্জেন্টিনা | ড্রা | ২-২ |
২৫/১০/১৯৭২ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ২-০ |
৩১/১২/১৯৭২ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ২-০ |
২৭/০৭/১৯৭৩ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ৩-১ |
২৮/১০/১৯৭৬ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ১-৩ |
১০/১১/১৯৭৬ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ১-০ |
০৪/০২/১৯৭৭ | পেরু বনাম আর্জেন্টিনা | পেরু জয়ী | ২-০ |
১৯/০৩/১৯৭৮ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ২-১ |
২৩/০৩/১৯৭৮ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ১-৩ |
২১/০৬/১৯৭৮ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ৬-০ |
২৩/০৬/১৯৮৫ | পেরু বনাম আর্জেন্টিনা | পেরু জয়ী | ১-০ |
৩০/০৬/১৯৮৫ | পেরু বনাম আর্জেন্টিনা | ড্রা | ২-২ |
২৮/১১/১৯৮৬ | পেরু বনাম আর্জেন্টিনা | পেরু জয়ী | ২-১ |
২৭/০৬/১৯৮৭ | পেরু বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ |
১৪/০৭/১৯৯১ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ৩-২ |
০১/০৮/১৯৯৩ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ০-১ |
২২/০৮/১৯৯৩ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ২-১ |
৩১/০৫/১৯৯৫ | পেরু বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা জয়ী | ০-১ |
০৭/০৭/১৯৯৬ | পেরু বনাম আর্জেন্টিনা | ড্রা | ০-০ |
০৮/০৬/১৯৯৭ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ২-০ |
২১/০৬/১৯৯৭ | পেরু বনাম আর্জেন্টিনা | পেরু জয়ী | ২-১ |
০৩/০৯/২০০০ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ১-২ |
০৮/১১/২০০১ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ২-০ |
৩০/০৬/২০০৪ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ২-১ |
১৭/০৭/২০০৪ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ০-১ |
০৪/০৯/২০০৪ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ১-৩ |
০৯/১০/২০০৫ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ২-০ |
০৮/০৭/২০০৭ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ৪-০ |
১০/০৯/২০০৮ | পেরু বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ |
১০/১০/২০০৯ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ২-১ |
১১/০৯/২০১২ | পেরু বনাম আর্জেন্টিনা | ড্রা | ১-১ |
১১/১০২০১৩ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ৩-১ |
০৭/১০/২০১৬ | পেরু বনাম আর্জেন্টিনা | ড্রা | ২-২ |
০৫/১০/২০১৭ | পেরু বনাম আর্জেন্টিনা | ড্রা | ০-০ |
১৭/১১/২০২০ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ০-২ |
১৪/১০/২০২১ | পেরু বনাম আর্জেন্টিনা | আর্জেন্টিনা জয়ী | ০-১ |
১৮/১০/২০২৩ | আর্জেন্টিনা বনাম পেরু | আর্জেন্টিনা জয়ী | ২-০ |
আর্জেন্টিনা বনাম পেরু কোপা আমেরিকা পরিসংখ্যানঃ
আর্জেন্টিনা পেরু হেড টু হেড কোপা আমেরিকায় সর্বমোট ১৭ বারের দেখার আর্জেন্টিনা জয়লাভ করেছে ১২ ম্যাচে এবং পেরু হয়লাভ করেছে ৩ ম্যাচে। কোপা আমেরিকা পরিসংখ্যানে ১৭ ম্যাচে ২ ম্যাচ ড্রা হয়। দুই দল সর্বশেষ কোপা আমেরিকায় ম্যাচ খেলে ০৮ই জুলাই, ২০০৭ সালে। সেই ম্যাচে আর্জেন্টিনা ৪-০ গোল ব্যাবধানে বিশাল জয় পায়। আর্জেন্টিনার বনাম ব্রাজিল ম্যাচের পরিসখ্যান
পরিশেষে
আমরা আজকের এই পোস্টের মাধ্যমে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচের পরিসংখ্যান এবং আর্জেন্টিনার সাথে বিভিন্ন দেশের পরিসংখ্যান তথ্যের বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। আমরা আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট আপনাদের ভালো লাগবে এবং আপনাদের যদি আজকের এই আর্টিকেল সংক্রান্ত কোন ধরনের প্রশ্ন অথবা মতামত থাকে তবে আমাদেরকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রদান করতে। আমরা অবশ্যই সকল খেলার পরিসংখ্যান এবং পড়াশোনা বিষয়ক আর্টিকেলগুলো আমাদের ওয়েবসাইটের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Pingback: দেশ প্রেম বা স্বদেশ প্রেম রচনা পঞ্চম শ্রেণির ৪০০ শব্দের দেখুন