‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ হিসেবে পরিচিত ফিফা ফুটবল বিশ্বকাপ। ২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে – বিশ্বকাপ ফুটবল মানেই আনন্দ আর উত্তেজনা। ফুটবল বিশ্বকাপ নিয়ে সবার মাঝেই বেশ কৌতূহল কাজ করে । অনেকেই জানতে চেয়েছেন যে ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে ? আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি জানার জন্য সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন।
ফুটবল বিশ্বকাপ ২০২৬ কোথায় হবে
ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছর পর পর আয়োজন করা হয়। তাহলে আমরা দেখতে পারবো যে ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল রাশিয়াতে। রাশিয়াতে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার ৪ বছর পরে পুনরায় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। আর ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের পর হিসেব করলে ২০২৬ সালে কোথায় ফুটবল বিশ্বকাপ খেলার আয়োজন করা হবে। তবে জানার বিষয় হল যে, ফুটবল বিশ্বকাপ ২০২৬ কোথায় হবে? অবাক করার মত বিষয় হল ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজন করা হয়েছে। ২০২৬ সালে অনুষ্ঠিত ফিফার ২৩ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মোট তিনটি দেশের সমন্বয়ে। সেই তিনটি দেশ হলো- কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম বারের মতো মোট ৪৮ টি দল এই ফুটবল খেলায় অংশগ্রহণ করবে।
বিশ্বকাপ ফুলবল এর ইতিহাসঃ
১৯০৪ সালের ২১শে মে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রতিষ্ঠিত হয় ফেডারেল ইন্টারন্যাশনাল দে ফুটবল অ্যাসোসিয়েশন (ফিফা)। কিন্তু বৈশ্বিক একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে তাদের সময় লাগে ২৬ বছর। ১৯২১ সালে ফ্রান্সের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা জুলে রিমে ফিফা’র তৃতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হন। অলিম্পিকে বিভিন্ন দেশের ফুটবলের দারুণ সাফল্যে উজ্জীবিত হয়ে ওঠেন জুলে রিমে। জুলে রিমে দায়িত্ব নেয়ার পর থেকেই তিনি আলাদা একটি বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করার চিন্তা-ভাবনা করেন। আর এরই ফলস্বরূপ ১৯৩০ সালে ফিফা প্রথম বিশ্বকাপের আয়োজন করে উরুগুয়েতে। সেবার প্রতিবেশী আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপের প্রথম শিরোপা জিতে নেয় স্বাগতিক উরুগুয়ে। এরপর প্রতি ৪ বছর অন্তর এই আসর নিয়মিত বসছে বিশ্বের বিভিন্ন দেশে।
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপটি অনুষ্ঠিত হয় ১৩টি দল নিয়ে। পরবর্তী বিশ্বকাপে (১৯৩৪) যোগ হয় আরও তিনটি দল। ১৯৮২ সালে ১৬ দল থেকে হয় ২৪ দল। আর ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে ৩২ দল নিয়ে খেলা শুরু হয় যা চলে আসে ২০২২ বিশ্বকাপ ফুটবল পর্যন্ত। কিন্তু ২০২৬ বিশ্বকাপ ফুটবল শুরু হবে ৪৮ টি দল নিয়ে। শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধর কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজক কোন কোন দেশ ?
৬৮তম বার্ষিক ফিফা কংগ্রেসে এই সিদ্ধান্ত হয়েছে। ২০২৬ সালে অনুষ্ঠিত ফিফার ২৩ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মোট তিনটি দেশের সমন্বয়ে। সেই তিনটি দেশের নাম হলো, কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে ১৯৯৪ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং ১৯৯৪ সালের পর ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় বারের মতো আয়োজক হওয়ার সুযোগ পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে ২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের আয়োজক মরক্কো বিশেষভাবে আগ্রহ প্রকাশ করেছিল। আর সে কারণেই ফিফার প্রতিনিধিদল এই সবগুলো দেশকে বিশেষভাবে পরিদর্শন করেছিল। কিন্তু আয়োজকের পয়েন্ট হিসাবে মরোক্ক কে চার (৪) নম্বর সিরিয়ালে রাখা হয়েছিল। দুই তৃতীয়াংশের বেশি ভোট পেয়ে উত্তর আমেরিকা জয়ী হয়েছে এবং তিনটি দেশ যথাক্রমে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোকে মূল আয়োজক হিসেবে নির্বাচিত করা হয়।
বিশ্বকাপ ফুটবল ২০২৬ কতটি দল খেলবে?
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপটি অনুষ্ঠিত হয় ১৩টি দল নিয়ে। পরবর্তী বিশ্বকাপে ১৯৩৪ সালে যোগ হয় আরও তিনটি দল। ১৯৮২ সালে ১৬ দল থেকে হয় ২৪ দল। আর ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে ৩২ দল নিয়ে খেলা শুরু হয়। যা চলে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফুটবল পর্যন্ত। ২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে । এর পর জানতে পারবেন যে ২০২৬ সালে আয়োজিত বিশ্বকাপে মোট কতটি দল অংশগ্রহন করবে? ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম বার এই বিশ্বকাপ খেলায় মোট ৪৮ টি দল অংশগ্রহন করবে। যদিও এর আগে বিশ্বকাপ ফুটবল ৩২ টি দল নিয়ে ফুটবল এর আয়োজন করা হয়েছিলো। কিন্তু ২০২৬ সালের আয়োজিত ফুটবল বিশ্বকাপে থাকবে ভিন্নতা।
২০২৬ বিশ্বকাপ ফুটবল ম্যাচের ভেন্যুঃ
২০২৬ বিশ্বকাপ থেকে বদলে যাচ্ছে ফুটবলের বিশ্ব আসরের চেহারা। শেষ কয়েকটি আসর বসেছিল ৩২ দল নিয়ে। যাতে বিশ্বকাপে খেলা হতো ৬৪ ম্যাচ। আগামী ২০২৬ বিশ্বকাপ থেকে দল বাড়ছে আরও ১৬টি। অর্থাৎ ৪৮ দেশ নিয়ে বিশ্বকাপ মাঠে গড়াবে। যার ফলে বাড়ছে ম্যাচসংখ্যাও। খেলা হবে ৮০ ম্যাচ। সেজন্যে শেষ চারটি বিশ্বকাপের তুলনায় ২০২৬ আসরে ভেন্যুর সংখ্যাও বাড়াতে হয়েছে ফিফাকে। খেলা হবে ১৬টি ভেন্যুতে। আয়োজনের দায়িত্বে মেক্সিকো আর কানাডা থাকলেও যুক্তরাষ্ট্রই থাকছে মূল আয়োজক। সেখানে ১১টি ভেন্যু পেয়েছে বিশ্বকাপের দায়িত্ব। এরপর মেক্সিকোর ৩টি, আর কানাডার ২ স্টেডিয়ামে চলবে বিশ্বকাপের লড়াই।
যুক্তরাষ্ট্রের ভেন্যুঃ
শহর | স্টেডিয়াম | ধারণক্ষমতা |
আটালান্টা | মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম | ৭১,০০০ |
বোস্টন | জিলেট স্টেডিয়াম | ৬৮,৭৫৬ |
ডালাস | এটিঅ্যান্ডটি স্টেডিয়াম | ৮০,০০০ |
সান ফ্রান্সিসকো | বে এরিয়া লেভিস স্টেডিয়াম | ৬৮,৫০০ |
হিউস্টন | এনআরজি স্টেডিয়াম | ৭১,৫০০ |
কানসাস | অ্যারোহেড স্টেডিয়াম | ৭৬,৪১৬ |
লস অ্যাঞ্জেলেস | রোজ বোল স্টেডিয়াম | ৯০,৮৮৮/৭০,২০০ |
মায়ামি | হার্ড রক স্টেডিয়াম | ৬৫,৩২৬ |
নিউ ইয়র্ক | মেটলাইফ স্টেডিয়াম | ৮২,৫০০ |
ফিলাডেলফিয়া | লিঙ্কন ফিনানশিয়াল ফিল্ড | ৬৯,৭৯৬ |
সিয়াটল | লুমেন ফিল্ড | ৭২,০০০ |
কানাডার ভেন্যু গুলোর নামঃ
শহর | স্টেডিয়াম | ধারণক্ষমতা |
টরন্টো | সিয়াটল লুমেন ফিল্ড | ৭২,০০০ |
ভ্যানকুভার | বিসি প্ল্যাস | ৫৪,৫০০ |
মেক্সিকোর ভেন্যু গুলোর নামঃ
শহর | স্টেডিয়াম | ধারণক্ষমতা |
গুয়াদালাহারা | এসতাদিও আকরন | ৪৬,২৩২ |
মেক্সিকো সিটি | আজতেকা স্টেডিয়াম | ৮১,০৭০ |
মন্টেরে | এসতাদিও বিবিভিএ | ৫১,৩৪৮ |
পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে
পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে এটি এখনই গুগলে অনেকেই লিখে সার্চ করেন। ২০৩০ বিশ্বকাপ শতবর্ষী বিশ্বকাপ প্রতিযোগিতা চিহ্নিত করবে। প্রথমবারের মতো, দুটি মহাদেশের তিনটি দেশ প্রতিযোগিতার আয়োজক হবে, যেখানে স্পেন , পর্তুগাল এবং মরক্কো আয়োজক দেশ। অতিরিক্তভাবে, আর্জেন্টিনা , প্যারাগুয়ে এবং উরুগুয়ে এই ইভেন্টের উদ্বোধনী দেশ হিসেবে কাজ করবে।
ফিফার নতুন নিয়ম অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবেঃ
২০২৬ সালের বিশ্বকাপ থেকে এটি কার্যকর হবে। বিশ্বকাপের কাঠামো ঢেলে সাজাতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনোর আনা প্রস্তাব জুরিখের ফিফা সদরদপ্তরে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতভাবে অনুমোদন হয়। এর ফলে ১৯৯৮ বিশ্বকাপের পর প্রথমবারের মতো বিশ্বকাপ ফুটবলের কাঠামোয় পরিবর্তন আসতে যাচ্ছে। নতুন প্রস্তাবনা অনুসারে ৪৮টি দল ১৬টি গ্রুপে (প্রতি গ্রুপে ৩টি করে দল) ভাগ হয়ে প্রথম পর্বের খেলায় অংশ নেবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ ২টি করে মোট ৩২টি দল যাবে নক-আউট পর্বে।
এর ফলে বর্তমানের ৬৪ ম্যাচের কলেবর বেড়ে দাঁড়াবে ৮০ ম্যাচে। তবে পুরো আয়োজনটি বর্তমানের মতোই ৩২ দিনে শেষ করার পরিকল্পনা রয়েছে। বর্তমান কাঠামোর পক্ষে ভোট প্রদানের সুযোগ ছাড়াও প্রস্তাব ছিল আরও ৩ ধরণের কাঠামোর। ৪০ দলের অংশগ্রহণে ১০ গ্রুপে ৪টি করে দল বা ৮ গ্রুপে ৫টি করে দলের প্রথম পর্ব আয়োজনের প্রস্তাব ছিল। চতুর্থ বিকল্পে ছিল ৪৮ দলের অংশগ্রহণে ১৬ গ্রুপের শীর্ষ ১টি করে ১৬টি দল সরাসরি দ্বিতীয় পর্বে যাবে এবং বাকি ৩২টি দলের মধ্যে নক-আউট লড়াইয়ে আরও ১৬টি দল সরাসরি সুযোগ পাওয়া ১৬ দলের সাথে যোগ দেবে। তবে শেষ পর্যন্ত প্রতি গ্রুপ থেকে শীর্ষ ২টি করে দলের সরাসরি নক-আউটে যাবার প্রস্তাবই চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
ফিফা সভাপতি ইঙ্গিত দিয়েছেন, নতুন কাঠামোয় গ্রুপ পর্বেও প্রতিটি ড্র হওয়া ম্যাচ মীমাংসার জন্য টাইব্রেকারের বিধান রাখা হতে পারে। এক ম্যাচ হাতে রেখেই পরের পর্ব নিশ্চিত করে ফেলা দলগুলো যেন নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাতানো খেলার সুযোগ না পায় সেজন্যই থাকতে পারে এমন ব্যবস্থা। ‘ফিফার লক্ষ্য পুরো বিশ্বেই ফুটবলকে উন্নত করা। এখানে ওয়ার্ল্ডকাপ সবচেয়ে বড় ইভেন্ট। এটা একটা প্রতিযোগিতার চেয়েও বেশি কিছু, এটা একটা সোস্যাল ইভেন্ট। এসব আইডিয়া থেকে সেরা সমাধান বের করতে হবে। যেটি সেরা সেটিই আমরা দেখবো। ’-যোগ করেন ফিফা প্রেসিডেন্ট।
২০২৬ ফুটবল বিশ্বকাপের লোগো উন্মোচনঃ
ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। যৌথভাবে এই আসর আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এখনও তিন বছরের বেশি সময় বাকি থাকলেও এরইমধ্যে পরবর্তী বিশ্বকাপের অফিশিয়াল লোগে উন্মোচন করেছে ফিফা জনপ্রিয় ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলসে ফিফা আয়োজিত এক অনুষ্ঠানে এই লোগো উন্মোচন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং দুবারের বিশ্বকাপজয়ী তারকা রোনালদো নাজারিও। এবারের লোগোর সামনে ফুটিয়ে তোলা হয়েছে বিশ্বকাপের বাস্তব চিত্র। আর এর পেছনে গাঢ় করে টুর্নামেন্টের সময় অর্থ্যাৎ ২০২৬ সালকে ফুটিয়ে তোলা হয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপের ট্রফি অফিশিয়াল লোগোতে ব্যবহৃত হয়েছে।
ফুটবল বিশ্বকাপ কে কতবার জিতেছেঃ
১৯৩০ সাল থেকে ২০২২ পর্যন্ত মোট 22 টি ফিফা বিশ্বকাপ আসর অনুষ্ঠিত হয়েছে ১৯৪২ ও ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে দুইটি ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি। তাই ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসর। প্রথম ফুটবল ১৯৩০ সালে বিশ্বকাপ জয়ী দলের নাম হচ্ছে উরুগুয়ে এবং সর্বশেষ ২০২২ সালে ফিফা ফুটবল বিশ্বকাপ জয়ী দলের নাম আর্জেন্টিনা। ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছে তালিকাঃ
ক্র. | সাল/স্বাগতিক দেশ | প্রতিপক্ষ | জয়ী | ফলাফল |
22 | ২০২২ কাতার | আর্জেন্টিনা বনাম ফ্রান্স | আর্জেন্টিনা | ৩-৩,টাইব্রেকারে৪-২ |
21 | ২০১৮ রাশিয়া | ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া | ফ্রান্স | ০২-Apr |
20 | ২০১৪ ব্রাজিল | জার্মানি বনাম আর্জেন্টিনা | জার্মানি | Jan-২০০০ |
19 | ২০১০ দক্ষিণ আফ্রিকা | স্পেন বনাম হল্যান্ড | স্পেন | Jan-২০০০ |
18 | ২০০৬ জার্মানি | ইতালি বনাম ফ্রান্স | ইতালি | ১-১,টাইব্রেকারে৫-৩ |
17 | ২০০২ জাপান/ দ. কোরিয়া | ব্রাজিল বনাম জার্মানি | ব্রাজিল | Feb-২০০০ |
16 | ১৯৯৮ ফ্রান্স | ফ্রান্স বনাম ব্রাজিল | ফ্রান্স | Mar-২০০০ |
15 | ১৯৯৪ যুক্তরাষ্ট্র | ব্রাজিল বনাম ইতালি | ব্রাজিল | ০-০,টাইব্রেকারে৩-২ |
14 | ১৯৯০ ইতালি | জার্মানি বনাম আর্জেন্টিনা | জার্মানি | Jan-২০০০ |
13 | ১৯৮৬ মেক্সিকো | আর্জেন্টিনা বনাম জার্মানি | আর্জেন্টিনা | ০২-Mar |
12 | ১৯৮২ স্পেন | ইতালি বনাম জার্মানি | ইতালি | ০১-Mar |
11 | ১৯৭৮ আর্জেন্টিনা | আর্জেন্টিনা বনাম হল্যান্ড | আর্জেন্টিনা | ০১-Mar |
10 | ১৯৭৪ জার্মানি | জার্মানি বনাম হল্যান্ড | জার্মানি | ০১-Feb |
9 | ১৯৭০ মেক্সিকো | ব্রাজিল বনাম ইতালি | ব্রাজিল | ০১-Apr |
8 | ১৯৬৬ ইংল্যান্ড | ইংল্যান্ড বনাম জার্মানি | ইংল্যান্ড | ০২-Apr |
7 | ১৯৬২ চিলি | ব্রাজিল বনাম চেকোস্লোভাকিয়া | ব্রাজিল | ০১-Mar |
6 | ১৯৫৮ সুইডেন | ব্রাজিল বনাম সুইডেন | ব্রাজিল | ০২-May |
5 | ১৯৫৪ সুইজারল্যান্ড | জার্মানি বনাম হাঙ্গেরি | জার্মানি | ০২-Mar |
4 | ১৯৫০ ব্রাজিল | উরুগুয়ে বনাম ব্রাজিল | উরুগুয়ে | ০১-Feb |
১৯৪৬ | হয়নি | |||
১৯৪২ | হয়নি | |||
3 | ১৯৩৮ ফ্রান্স | ইতালি বনাম হাঙ্গেরি | ইতালি | ০২-Apr |
2 | ১৯৩৪ ইতালি | ইতালি বনাম চেকোস্লোভাকিয়া | ইতালি | ০১-Feb |
1 | ১৯৩০ উরুগুয়ে | উরুগুয়ে বনাম আর্জেন্টিনা | উরুগুয়ে | ০২-Apr |
ফুটবল বিশ্বকাপ নিয়ে কিছু প্রশ্নঃ
বর্তমান বিশ্বকাপের নাম কি?: বর্তমান বিশ্বকাপের নাম কি এটি লিখে গুগলে অনেকেই সার্চ করেন সঠিক উত্তরটি হলো ফিফা বিশ্বকাপ।
প্রথম ফুটবল বিশ্বকাপ জয়ী কোন দেশঃ প্রথম ফুটবল বিশ্বকাপ জয়ী কোন দেশ এদিকে অনেকেই গুগলে সার্চ করেন আমি সংক্ষেপে যদি বলি তাহলে হলো উরুগুয়ে । ১৯৯৩ সালে ৯৩ হাজার দর্শকের সামনে উরুগুয়ে-আর্জেন্টিনা কে ৪-২ গোলে পরাজিত করে এবং শিরোপা নিশ্চিত করে।
ফুটবল বিশ্বকাপ কোন দেশ কতবার নিয়েছেঃ ফুটবল বিশ্বকাপ কে কতবার নিয়েছে এটি লিখে অনেকেই গুগলের সার্চ করেন আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি ফুটবল বিশ্বকাপ জয়ী হয়েছে ব্রাজিল (৫ বার), ইতালি (৪ বার),জার্মানি (৪ বার), আর্জেন্টিনা (৩ বার), উরুগুয়ে (২ বার) ও ফ্রান্সও (২ বার)।
বিশ্বকাপ ফুটবলের প্রথম গোলদাতা কেঃ বিশ্বকাপ ফুটবলের প্রথম ফুল গোলদাতা কে এটা লিখে গুগলে সার্চ করেন তো আমি আপনাদেরকে এটির উত্তর দিয়ে দিচ্ছি বিশ্বকাপ ফুটবলের প্রথম গোলদাতা হচ্ছে ফ্রান্সের ফরোয়ার্ড লুসিয়ান লরেন্ট।
পরিশেষেঃ
বিশ্বকাপ ফুটবল নিয়ে আজকের এই পোস্টটি আশাকরি আপনাদের একটু হলেও কাজে আসবে । ফুটবল বিশ্বকাপ ২০২৬ কোথায় হবে? এবংআরও কিছু তথ্য আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও আপনি জানতে পেরেছেন এখন পর্যন্ত ফিফা ফুটবল বিশ্বকাপ কে কতবার জিতেছে। আশাকরি ফুটবল বিশ্বকাপ কে কতবার জিতেছে এই সম্পর্কে আপনার আরও জানার থাকলে কমেন্ট করে জানান। ধন্যবাদ।