আজকের আরর্টিকেলটি শেখ রাসেল দিবসের কবিতা এবং দারুণ কিছু উক্তি নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা যারা শেখ রাসেলকে নিয়ে দারুন দারুন উক্তি এবং কবিতা অনুসন্ধান করছেন তাদেরকে আজকের এই আরর্টিকেলে স্বাগত জানাই। দারুন সব কবিতা এবং শেখ রাসেল কে নিয়ে দারুন সব উক্তি নিয়েই আমাদের এ আরর্টিকেল সম্পূর্ণ মনোযোগ সহকারে পাঠ করার অনুরোধ রইলো।
শেখ রাসেল দিবসের কবিতা
১৯৬৪ সালের ১৮ই অক্টোবর। বঙ্গবন্ধুর ঘরে জন্মগ্রহণ করে ফুটফুটে এক ছেলে সন্তান। তৎকালীন নোবেল জয়ী বার্ট্রান্ড রাসেলের নাম অনুসারে বঙ্গবন্ধু তাঁর সর্বকনিষ্ঠ ছেলের নাম রাখেন শেখ রাসেল। বঙ্গবন্ধুর পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ শেখ রাসেল ছিলেন চটপটে এবং সবার প্রিয় আদরের ছোট্ট সোনা। অল্প বয়সেই শেখ রাসেলের অনেক বিখ্যাত সব ব্যক্তির সাথে সাক্ষাত করার সুযোগ হয়েছিল।
বাংলাদেশের স্বাধীনতার পর বেশ হেসে খেলেই দিন যাচ্ছিল শেখ রাসেলের। ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট নারকীয় হত্যাকাণ্ডে পরিবারের অন্য সব সদস্যের সাথে শহীদ হন ছোট্ট শেখ রাসেল। মৃত্যু সময় শেখ রাসেলের বয়স হয়েছিল মাত্র ১০ বছর। ঘাতকের নির্মম গুলির আঘাতে নিমিষেই নিস্তব্ধ হয়ে গিয়েছিল শেখ রাসেলের কচি দেহটি। ছোট্ট শেখ রাসেলের জন্মদিন কে কেন্দ্র করে প্রতিবছর ১৮ অক্টোবর বাংলাদেশে শেখ রাসেল দিবস হিসেবে উদযাপন করা হয়। আমার আজকের নিবন্ধে শেখ রাসেল দিবস নিয়ে দারুন কিছু উক্তি এবং কবিতা তুলে ধরব।
শেখ রাসেলের জন্মদিনের কবিতাঃ
শেখ রাসেল দিবস এর আরও একটি কবিতা শেখ রাসেলের জন্ম দিনে এখানে আলোচনা করা হয়েছে।
শেখ রাসেলের জন্মদিনে
শচীন্দ্র নাথ গাইন
মায়ের হাতে ভাত খেত আর চলত বাবার সাথে,
তাদের ছাড়া কাটত না দিন, ঘুম হতো না রাতে।
সবে তখন মন দিয়েছে বিদ্যালয়ের পাঠে,
পায়রা নিয়ে মজার খেলা খেলেই সময় কাটে।
একভোরে হয় শব্দ বিকট, জেগেই দেখে চেয়ে,
সে াতের ধারায় রক্তনদী চলছে সিঁড়ি বেয়ে।
ডুকরে কেঁদে বুক ভাঙে তার, চায় যেতে মা’র পাশে,
তার আকুতি শোনার সাথেই বর্বরেরা হাসে।
দেখেই ভয়ে আঁতকে ওঠে নিথর দেহের মাকে,
ডাকার আগেই জল্লাদেরা ছুঁড়ল গুলি তাকে।
তাজা খুনে হাত রাঙিয়ে পশুর দলে ফোঁসে,
অবুঝ শিশু হত্যা করে পিশাচরা কোন্ দোষে?
সেই ছেলেটার জন্মদিনেও শোকে মানুষ কাঁদে,
খুশির আলো ছড়ায় না তাই সূর্য এবং চাঁদে।
নিষ্পাপ মুখ জড়িয়ে থাকে স্মৃতির ভাঁজে ভাঁজে,
শেখ রাসেলের জন্যে মনে ব্যথার সুরই বাজে।
শেখ রাসেল দিবস এর আরও একটি কবিতাঃ
কবি দিপংকর দাশ রচিত আরও একটি সুন্দর কবিতা শেখ রাসেল দিবস নিয়ে নিচে দেওয়া আছে।
শেখ রাসেল
দিপংকর দাশ
প্রজাপতির মতো
শেখ রাসেলের মিষ্টি মুখে
রঙিন স্বপ্ন ভাসতো সুখে
দুঃখ ভুলে শত।
রংধনুর রঙ মেখে
শেখ রাসেলের মধুর হাসি
সজীব ছিলো বারো মাসই
সজীবতায় ছেঁকে।
আকাশের নীল মেঘে
সূর্য কিরণ মেলতো পাখা
রঙ তুলিতে স্বপ্ন আঁকা
স্রোতস্বীনির বেগে।
আতাই পাতাই
মার্জিয়া ইসলাম
আতাই পাতাই দুইটি বুড়ো
দেখতে যেন পাহাড় চুড়ো
তরতরিয়ে উঠতে গিয়ে
পিছলে পড়ে হাড্ডি গুঁড়ো।
ঐ যে দেখ দুষ্টু ছেলে
পড়ছে ধপাস ধাপ
তাই না দেখে খোকন কাঁদে
কোথায় গেল বাপ।
মার্জিয়া কয় ঘুমায় রে
আমার ছড়া ফুরায় রে।
চির শিশু শেখ রাসেলঃ
কবি মাসুদুল জারিফ চির শিশু শেখ রাসেল নিয়ে আরও একটি কবিতা লিখেছেন। পাঠক আমরা আশাকরি আপনারা এই কবিতাটি সময় নিয়ে পড়লে শেখ রাসেল দিবস এর কবিতা থেকে অনেক কিছু জানতে পারবেন।
চির শিশু তুমি শেখ রাসেল
মাসুদুল জারিফ
তুমি প্রতীক শৈশবের
শহীদ সত্ত্বা রক্ত গঙ্গা চতুর্দিকে
ধ্বংশ বাংলার সৌরভ।
এইতো সেদিন জন্ম হলো
মায়ের কোলে আলো,
শিশু কিশোর তরুণ যুবা
তোমায় বাসতো ভালো।
পায়রা প্রেমে কাটতো সকাল,
দুপুরে বল খেলা,
আর বিকেলে বাইসাইকেল কেটে যেত বেলা।
সবার আদর স্নেহ সবার ভালোবাসা
উচ্ছ্বাসে ভরে থাকতো ৩২ নম্বরের বাসা।
হঠাৎ একদিন প্রত্যুষ থমকে গেলো সব
আমাদের ছোট্ট রাসেল সোনা আর করনা রব।
তুমি কনিষ্ঠ পুত্র জাতির জনকের
বুলেট বুকে নিয়ে ঘুমিয়েছো ঘাতকের
হাসু আপার আদর ছিলো দু’গাল জুড়ে চুম,
নিঃশ্বাস পাই রাসেল তোমার
দাও চির শান্তির ঘুম।
তুমি আছো চিরনিদ্রায় শায়িত
তবু বাঙালির হৃদয়ে নিষ্পাপ শেখ রাসেল
তুমি অবিস্মরণীয়।
শেখ রাসেল দিবসের আরও একটি কবিতাঃ
শেখ রাসেল এর হাসি কবিতাটি লিখেছেন কবি শরিফ আহমাদ পাঠক নিচে এটি আলোচনা করা হলোঃ
শেখ রাসেলের হাসি
শরিফ আহমাদ
শেখ রাসেলের হাসি–
মিষ্টি ছিল
দিষটি ছিল
লাল সবুজের দিগন্তে চারপাশ-ই
দারুণ ছিল হাসি ।
শেখ রাসেলের জন্য ফোটে
হাজারো ফুল গাছে
শেখ রাসেলের জন্য সবার
দরদ বুকে আছে ।
শেখ রাসেলের স্মৃতি-
ফিরে আসে
নীড়ে আসে
জন্ম দিবস উপলক্ষের কৃতি
দেখায় সবাই প্রীতি ।
বেহেস্তের ফুল
শরিফ আহমাদ
রাসেল তুমি স্বপ্নে বিভোর
বেহেস্তের এক ফুল
তোমার সাথে অন্য কারো
হয় না কোন তুল ।
তুমি ছিলে সোনার ছেলে
কলজে ছেঁড়া ধন
দেশ প্রকৃতির জন্য তোমার
পাগল ছিল মন ।
তোমার বুকে স্বপ্ন ছিল
করবে বিশ্ব জয়
স্বপ্ন তোমার সত্য হলো
একটু মিথ্যে নয় ।
দেশ মহাদেশ চিনে তোমায়
জানে তোমার নাম
তোমার নামে হাজার মানুষ
যায় করে সংগ্রাম।
আমাদের শেষ কথাঃ
প্রিয় পাঠক আপনার আশা করি আমাদের এই লেখা থেকে শিশু শেখ রাসেলকে নিয়ে কিছু কবিতা এখান থেকে জানতে পেরেছেন। আমরা চেষ্টা করেছি শেখ রাসেল দিবসের কবিতা নিয়ে কিছু লিখতে যা আপনাদের উপকারে আসে। পাঠক আপনারা আমাদের পাশে থেকে আমাদের এই সাইটটিকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন।
অসাধারন।
দারুন স্যার। ভালো লাগলো পড়ে।
লেখাটা পড়ে অনেক ভালো লাগলে।
অনেক কিছু জানতে পারলাম
অনেক সুন্দর লিখা।❤️
অসাধারণ স্যার