Terms and Conditions

পাঠক আমাদের সাইটে আপনাকে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাইটের শর্তাবলী দেখা এবং জানার জন্য। আমাদের এই লেখাটি পড়ুন এবং এই সাইটের পরিষেবাগুলো গ্রহনের জন্য সাইটের নির্ধারিত শর্তগুলো মেনে নিন।

এই লেখায় টেকজিনিয়াসবিডি ওয়েবসাইট ইউজ করার জন্য বিভিন্ন নিয়ম গুলো বর্ণনা করেছি। আমাদের এই ওয়েবসাইট ইউজ এর মাধ্যমে আমরা কিন্তু ধরে নেই, পাঠক আপনি এই সাইটের সকল নিয়ম এবং নীতিমালাগুলো মেনে নিবেন।

তাই পাঠক বলতে চাই আপনি যদি এই সাইটের বর্ণিত নিয়ম গুলো গ্রহন করতে রাজি না হন, তাহলে আমাদের এই ওয়বেসাইট ব্যবহার করবেন না।

আমাদের ওয়েবসাইট ব্যবহার করুন নিচের শর্ত সাপেক্ষেঃ

১. এই সাইটে পাবলিশ করা আর্টিক্যাল গুলোর সাধারণ তথ্য শুধু মাত্র ব্যবহার করার জন্য। আমাদের সাইটের লেখা গুলো আমরা কোন প্রকার নোটিশ ছাড়াই পরির্বতন করার ক্ষমতা রাখি।

২. আমাদের সাইটে পাঠক আপনি আপনার কোন ব্যক্তিগত তথ্য আপনার নিজ দায়িত্বে ব্যবহার করেন। বলে রাখা ভালো এই ক্ষত্রে আপনার ব্যক্তিগত তথ্য যদি অপব্যবহার হলে আমরা কোন দায়বদ্ধ হবো না।

৩. আমাদের ওয়বেসাইটে এমন কিছু তথ্য, ইলিমেন্ট, ছবি, আর্টিক্যাল, ভিডিও ইত্যাদি উপাত্ত রয়েছে যা আমাদের নিজেদের মালিকানাধীন। তাই কপিরাইট রুলস অনুযায়ী আমাদের সাইট টেকজিনিয়াসবিডি থেকে এই সকল তথ্য নেওয়া বা কপি করে অন্য কোন সাইটে ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং কপিরাইট আইন মেনে চলুন।

তাই পাঠক আমাদের সাইট এর সকল ইনফরমেশন আপনার ব্যক্তিগত প্রয়োজনের জন্য ব্যবহার করুন। কোন প্রকার প্রতিষ্ঠানিক কাজে বা বাণিজ্যিক উদ্দ্যেশ্যে টেকজিনিয়াসবিডি এর ইনফরমেশন গুলো পরিমার্জন করার থেকে বিরত থাকুন।

অর্থাৎ আমাদের  অনুমতি ব্যতীত আমাদের ওয়েবসাইটের কোনো প্রকার লেখা, ছবি, ও অন্যান্য তথ্য ব্যবহার সম্পূর্ণ্য বেআইনি বলে বিবেচিত হবে।

পাঠক আপনি অবশ্যই যা থেকে বিরত থাকবেনঃ

  • টেকজিনিয়াসবিডি আর্টিক্যাল অন্য কোন ওয়েবসাইটে প্রকাশ
  • টেকজিনিয়াসবিডি ছবি অন্য কোন ওয়েবসাইটে প্রকাশ
  • টেকজিনিয়াসবিডি সকল তথ্য বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার
  • টেকজিনিয়াসবিডি প্রতিটি নিবন্ধে আমরা পাঠকের মতামত জানার ব্যবস্থা রাখি। আমরা অবশ্যই প্রতিটি মন্তব্য অতি গুরুত্বের সাথে বিবেচনা করি। এক্ষেত্রে যে সকল মন্তব্য সামাজিক শিষ্টাচার লঙ্ঘনের কারণ হিসেব অনুমিত, আপত্তিকর কোন কথা বার্তা এমন কোনও লেখা মুছে ফেলার অধিকার রাখি।

সবশেষ হালনাগাদঃ ২৫ অক্টোবার, ২০২৩।

Scroll to Top