ভূমিকাঃ
স্বদেশ প্রেম মানব চরিত্রের সুকুমার বৃত্তি গুলোর অন্যতম । মানুষের মধ্য সহজাতভাবেই এগুনের উদ্ভব হয়। সুষ্ঠ শিক্ষা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে এই গুণের বিকাশ ঘটে। দেশ প্রেম দেশের মঙ্গল ও উন্নতির জন্য সবকিছু ঠিক ও নিয়ম সিদ্ধভাবে করতে মানুষকে উৎসাহিত করে।
দেশ প্রেমের স্বরূপঃ
নিজের দেশের প্রতি মানুষের সু গভীর অনুরাগ বা ভালোবাসার নামই হচ্ছে স্বদেশ প্রেম। কিন্তু অনুরাগ বা ভালোবাসা এমন একটি বিষয় যা দর্শন বা স্পর্শযোগ্য নয়। আসলে কারো কিছুর প্রতি কারো অনুরাগ বা ভালোবাসা কেন এবং কিভাবে ব্যক্ত হয় তার কোন যুক্তিসঙ্গত বা গ্রহণযোগ্য ব্যাখ্যা আজ পর্যন্ত পৃথিবীর কেউ দিয়ে যেতে পারেনি । তবুও পৃথিবীর বিভিন্ন মনিষীর স্বদেশপ্রেম সম্পর্কিত মতামত পর্যালোচনা করলে দেখা যায় স্বদেশ প্রেমের প্রকাশক তিনটি প্রধান মাধ্যমের কথা জানা যায়।ন এগুলো হচ্ছে মা, মাতৃভাষা ও মাতৃভূমি। সুতরাং বলা যায় মাতৃভাষা ও মাতৃভূমির প্রতি অনুরাগ বা ভালোবাসার সমন্বয়েই হচ্ছে স্বদেশ প্রেম।
দেশপ্রেমের গুরুত্বঃ
স্বদেশ প্রেম এমন একটি গুন যা একজন মানুষকে তার স্বার্থ এমনকি দেশের জন্য তার জীবন উৎসর্গ করতে প্ররোচিত করে। স্বদেশপ্রেমের অনন্ত স্পৃহা মানুষকে দায়িত্ব পরায়ণ উদ্যমি গভীর আগ্রহী করে তোলে। দেশ প্রেমিক দেশবাসীর দ্বারা উচ্চ প্রশংসিত সম্মানিত হন। অন্যদিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও স্বদেশ প্রেমের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান ধর্ম ইসলামের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম(সা.) বলেন ’স্বদেশপ্রেম ঈমানের অঙ্গ।’ চতুর্থ শ্রেণির প্রথম প্রান্তিক পরিক্ষার প্যারাগ্রাফের জন্য এখানে ক্লিক করুন।
দেশ প্রেমিক যুগে যুগেঃ
জন্মদাত্রীক মাকে ভালোবাসার মধ্যে দিয়ে যার স্বদেশপ্রেমের পথে যাত্রা শুরু। সে তো মা আর মাতৃভূমিকে ভালবাসবে না তার ভালবাসার ব্যক্তি ঘটবে বিশ্ব ব্যাপি। বর্তমান বিশ্ব সভ্যতার বিভিন্ন দেশ প্রেমিকেরই অবদান সেই পুরাকালের দধিছি থেকে শুরু করে ভাষা আন্দোলনের সালাম, বরকত হয়ে সাম্প্রতিককালের নূর হোসেন, ডক্টর মিলনের মত অসংখ্য দেশ প্রেমিকের আত্মদানের ফসল হচ্ছে আজকের এই আধুনিক সভ্যতা। সমাজ সংস্কার বিশ্ব শান্তি প্রতিষ্ঠা সাহিত্য ও সংস্কৃতি সহ সভ্যতার এমন কোন ক্ষেত্রে নেই যার কোন না কোন ভাবে দেশ প্রেমিকের কল্যাণ স্পর্শে মহিমান্বিত হয়নি। মূলত যারা দেশপ্রেমিক তাদের কাজ নিজের করে নয় দেশ ও দেশের তরে। শব্দ দূষণ ও তার প্রতিকার রচনা ৫ম শ্রেণির ৪০০ শব্দের জন্য এখানে ক্লিক করুন।
উপসংহারঃ
স্বদেশ প্রেম মানুষকে স্বার্থপরতা সম্প্রদায় ও গোষ্ঠীগত সংকীর্ণতা ও রাজনৈতিক মতাদর্শ গত ভেদাভেদের ঊর্ধ্বে তুলে । এক স্বপ্নীল ও সমৃদ্ধ দেশ গঠনের সক্ষম করে তোলে । দেশ প্রেমিকের আত্মদানের ফলশ্রুতিতে বাংলাদেশ আজ স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র। এ রাষ্ট্রের সামনে আজ একবিংশ শতাব্দীর নতুন চ্যালেঞ্জ । আর এই চ্যালেঞ্জি হচ্ছে জড়তা ও পশ্চাৎপদতাকে পেছনে ফেলে শৌর্য-বীর্য- সমৃদ্ধিতে বিশ্ব সভায় মাথা উঁচু করে দাঁড়ানোর।